মুরাদনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা
দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’— প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সামন্ত লাল দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন ও উপজেলা স্কাউট সম্পাদক মো: তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, উপজেলা রিসোর্স কর্মকর্তা মো: জিল্লুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও উপজেলা রোভার স্কাউট সম্পাদক ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।