ফরিদপুরে পদ্মা নদীতে হাজার বিঘা এলাকায় আদু শেখ নামে এক জেলের বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের বিশাল আকারের এক বাঘাইড় মাছ।
রোববার (২৯ জুন) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারে আনলে স্থানীয় ১৮ জন ভাগিদার মিলে ৬২ হাজার টাকায় কিনে ১৮ ভাগে মাছটি কেটে নেন।
স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ইদানিং মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় বোয়াল মাছ ধরা পড়ছে। জেলে আদু শেখসহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বড়শি ফেলেন। শেষরাতের দিকে বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রির জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসেন।
বড় একটি বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন মিলে মাছটি কিনে নেন।
মাছ ক্রেতা একজন ভাগিদার মো: বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা ৬২ হাজার টাকায় কিনে নেই মাছটি।’ এতো বড় বাঘাইড় মাছ পদ্মা নদীতে এ বছর এই এলাকায় প্রথম ধরা পড়েছে বলে তিনি জানান।
জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, ‘খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। জাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে এবং আমরা সেগুলো তদারকি করি। তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।’