নাটোরের সিংড়ায় বেল্লাল হোসেন ওরফে বেলু (৭২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় মহাসড়কের সিংড়া পৌর শহরের বালুভরা বালু পয়েন্টের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহত বৃদ্ধ উপজেলার সুকাশ ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মরহুম শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘মুঠোফোনে খবর পেয়ে প্রথমে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাশের ছবি দিয়ে নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে।’