ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির মির্জা গোলাম হাফিজ হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জ্যেষ্ঠ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা।
২০২৫-২৬ মেয়াদে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয়, সহসভাপতি অ্যাডভোকেট আনজামুল হক (আরজু) ও অ্যাডভোকেট দিদার আলী। সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মকদুম সাব্বির (মৃদুল), সহ-সাধারণ সম্পদক-অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার। লাইব্রেরী সম্পাদক-অ্যাডভোকেট সুয়েল রানা। কোষাধ্যক্ষ-অ্যাডভোকেট মনিরুজ্জামান। কমনরুম অ্যান্ড কালচারাল সম্পাদক-অ্যাডভোকেট নুরুল ইসলাম-২।
চারজন সদস্য যথাক্রমে-অ্যাডভোকেট ওয়াকিল উজ জামান,অ্যাডভোকেট মাসুদা পারভীন (ইভা), অ্যাডভোকেট মিজানুর রহমান-২ ও অ্যাডভোকেট ফজলে আলম।
এর আগে গত ৮ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এই প্রথম বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা দু’টি আলাদা প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপি এবং কোষাধ্যক্ষ ও একজন সদস্যসহ ২টি পদে জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করে। আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নেয়নি।



