আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের পুরানগড়, ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় অংশীজন ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) পুরানগড়, ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৯ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন নবী, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ ও বাজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি।
সভায় সকল অংশীজনকে সাহসিকতা ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। ভোট দেয়ার সময় কোনো প্রকার ভয় না পাওয়ার আহ্বান এবং নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেয়া হয়। এছাড়া পূর্ববর্তী নির্বাচনের যেকোনো তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণের অনুরোধ করা হয়।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শন বা বেআইনি কার্যক্রমের তথ্য তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা প্রশাসনকে জানানোর জন্য স্পষ্ট নির্দেশনা দেয়া হয়। এ সময় স্থানীয় জনগণের অভিযোগ, মতামত ও তথ্য গ্রহণের জন্য সকলের উপস্থিতিতে একটি অভিযোগ (মতামত) বাক্স উদ্বোধন করা হয়।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকা (জেলেপাড়া) পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে সরাসরি কথা বলে তাদের উদ্বেগের কথা শোনা হয়। সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে মর্মে আশ্বাস দেয়া হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র ও চকলেট বিতরণ করা হয়।



