বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে জামায়াতের জেলা নায়েব আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের ঢাকা উত্তরে সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।
মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন বলেন, ‘নির্বাচনের আগেই অবশ্যই জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের নামে জনগণকে ধোকা দেয়ার দিন শেষ। এবার দেশের সকল জনগণের ভোটাধিকারকে সম্মান দেয়া ও সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি হবে পিআর পদ্ধতির মাধ্যমে।‘
এসময় দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদবাজ মুক্ত দেশ গঠনে তিনি ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।
জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় এ সময়ের বক্তব্য রাখেন ওলামা বিভাগের প্রধান পরিচালক মাওলানা জাকিরুল ইসলাম খান, জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মুসলিম, সদর থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট সালাউদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
বক্তারা আরো বলেন, দেশের জনগণ শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থার কারণে দেশে মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক বৈষম্য ও দমননীতি চরম আকার ধারণ করেছিল। তাই জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী প্রস্তাবিত ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
জেলা জামায়াতের নায়েবে আমির বক্তৃতার সময় বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ চাই। সরকার যদি জনগণের কণ্ঠরোধ করে, তবে জনগণই গণআন্দোলনের মাধ্যমে তাদের জবাব দেবে।’