কুমিল্লার লাকসামে হায়াতুর নবী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তার হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে তার রহস্যজনক মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে তার লাশ পাওয়া যায়।
নিহত হায়াতুর নবী ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বড়বাম উত্তর পাড়া এলাকার মাস্টার বাড়ির মরহুম মুসলিম মিয়ার মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতের কোনো এক সময় হায়াতুর নবীকে নির্মমভাবে হত্যা করে গ্রামের পাশে ফেলে রাখা হয়। পরদিন সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এদিকে হায়াতুর নবী এলাকায় বেশ পরিচিত ছিলেন। তার এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আজগরা ইউনিয়ন সচিব মো: রফিকুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে আমরা থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল যাই। এখনো পর্যন্ত কীভাবে ঘটনাটি ঘটলো তা জানা যায়নি। তবে তার একটি চোখে আঘাতের চিহ্ন ছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।