সিলেট সদরের পরিত্যক্ত পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধারের পর এবার ধোপাগুল থেকে মাটিচাপা থাকা অবস্থা আরো ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে ধোপাগুল পয়েন্টের পূর্ব পাশের একটি স্টোন ক্রাশারের পেছন থেকে মাটি চাপা থাকা অবস্থা এসব পাথর উদ্ধার কর হয়।
এ সময় তাকে সহায়তা করেন র্যাব সদস্যরা বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় দৈনিক নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল এলাকার একটি স্টোন ক্রাশার মিলের পেছন থেকে মাটি খুঁড়ে এসব পাথর জব্দ করা হয়েছে। এগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে। এছাড়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ধোপাগুল ও লালবাগ এলাকার ৫টি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল। সাদাপাথর লুটের পর থেকে প্রায়ই এ এলাকা থেকে পাথর উদ্ধার হচ্ছে।