‘আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ’

মাসুদ করিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

Location :

Kushtia
মুফতি আমীর হামজা
মুফতি আমীর হামজা |নয়া দিগন্ত

কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা বলেছেন, ‘বদর, উহুদ যুদ্ধ আমরা দেখিনি। কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ। এ যুদ্ধে তারাই বিজয়ী হবে, যারা ইসলামের পক্ষে থাকবে।’

তিনি বলেন, ‘১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ইসলামের পক্ষের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল। ইসলামী বক্তা, রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের কন্ঠ রোধ করেছিল। আমাকেও তিন বছর জেলের অন্ধকারের প্রকষ্টে আটকে রেখেছিল। মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল।’

আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক অ্যান্ড রেষ্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ওলামা সম্মেলন-২০২৫-এ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দীন। ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর।

ভেড়ামারা পৌর জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম সাগরের উপস্থাপনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি হাসান মুরাদ, মাওলানা আবু সাঈদ শাহীন, মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।