জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আপেল (২৭) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর আলতা এলাকার একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক আপেল বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামের পতর আলী ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে একই গ্রামের রিপন নামের এক ব্যক্তি গভীর রাতে (রাত প্রায় ৩টার দিকে) দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যাওয়ার কথা বলে আপেলকে ইজিবাইকসহ ডেকে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুর আহমেদ জানান, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আখক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।



