ইসলামপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

সর্বশেষ গত ১৯ আগস্ট তার সাথে মায়ের কথা হয়েছিল।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
ইসলামপুর থানা
ইসলামপুর থানা |সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে মাকসুদুল হাসান পাহলোয়ান পটল (৩৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমতলা গ্রামের ফুফাতো ভাই ট্রারজানের বাড়ি থেকে তার পচাগলা লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ। এর আগে সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পটল একই ইউনিয়নের পাহলোয়ান বাড়ির মরহুম সোনা পাহলোয়ানের ছেলে।

পুলিশ ধারণা করছে, তিনি দুই থেকে তিন দিন আগে মারা গেছেন।

পটলের মা জানান, পটল তার একমাত্র ছেলে। তিনি বিয়ে করেছিলেন বগুড়া জেলার সোনাতলা উপজেলায় এবং সেখানে স্ত্রী-সন্তানসহ জমি ও সম্পত্তি করেছিলেন। সর্বশেষ গত ১৯ আগস্ট তার সাথে মায়ের কথা হয়েছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্ত্রী ও সন্তানরা ইসলামপুর থানায় আসেননি।

এদিকে সংবাদ সম্মেলনে তার মা খোলামেলা বক্তব্য দিতে চাইলে ছোট বোন বাধা দেন, যা মৃত্যু নিয়ে রহস্যের ইঙ্গিত দেয়।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের সময় পটলের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। গোপনীয়তার স্বার্থে চিরকুটের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।