বরগুনার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেতাগী কলেজ

গত ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। সেরা দুই দল হিসেবে বেতাগী কলেজ ও পাথরঘাটা কলেজ ফাইনালে ওঠে। এছাড়া এই দুই দল বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
ছবি : নয়া দিগন্ত

বরগুনায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাথরঘাটা কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেতাগী কলেজ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও বরগুনা ক্রীড়া অফিসের আয়োজনে বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।

খেলার শুরুতে আক্রমণাত্মক খেলায় বেতাগী কলেজকে চাপে রাখে পাথরঘাটা কলেজ। প্রথমার্ধে তারা একটি পেনাল্টি পেলেও তা গোলবারের বাইরে দিয়ে যায়। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মাথায় বেতাগী কলেজের খেলোয়াড় মেহেদী রানা প্রতিপক্ষের জালে বল জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেতাগী। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পাথরঘাটা কলেজ। শেষ ১০ মিনিটে তারা ফের পেনাল্টির সুযোগ পেলেও তা থেকেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোল ব্যবধানে বেতাগী কলেজই মাঠ ছাড়ে বিজয়ের আনন্দ নিয়ে।

গত ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশগ্রহণ করে। সেরা দুই দল হিসেবে বেতাগী কলেজ ও পাথরঘাটা কলেজ ফাইনালে ওঠে। এছাড়া এই দুই দল বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো: মাসুদ খলিফা। ম্যাচ পরিচালনা করেন বরগুনা জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার সদস্য মো: রাকিন রহমান।