ফরিদপুরের সালথা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। ভাই আবু তালহাকে (৫) ডুবে যেতে দেখে বোন তানহা ইসলাম (৭) পানিতে নেমে সেও ডুবে যায়।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তানহা ও তালহা আলফাডাঙ্গা উপজেলার সুমন শেখ ও মিতা বেগমের সন্তান। মা-বাবার সাথে তারা মধুখালী উপজেলার জামালপুর গ্রামে থাকত।
জানা গেছে, গত বুধবার তানহা ও তালহা মায়ের সাথে বাহিরদিয়া গ্রামে নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল তালহা। এ সময় তালহা পানিতে ডুবে যেতে দেখে তার বোন তানহা পুকুরের পানিতে নেমে সেও ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়। তারপরও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।