দাগনভূঞায় আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে নিজ দলীয় একাংশের বাধা

নির্বাচনী প্রচারণায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহর দাগনভূঞা অতিক্রমের সময় পৌর শহরের জিরো পয়েন্টে এলোপাতাড়ি কয়েকটি ট্রাক রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করে নিজ দলীয় একাংশ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
দাগনভূঞায় আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহর
দাগনভূঞায় আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহর |নয়া দিগন্ত

নির্বাচনী প্রচারণায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহর দাগনভূঞা অতিক্রমের সময় পৌর শহরের জিরো পয়েন্টে এলোপাতাড়ি কয়েকটি ট্রাক রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করে নিজ দলীয় একাংশ। এসময় ফেনী-মাইজদী সড়ক ও বসুরহাট সড়ক প্রায় দুই ঘণ্টা অচল হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও সেনা সদস্যরা এসে ট্রাকগুলি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার একটু আগে আবদুল আউয়াল মিন্টুর গাড়ি বহর পৌরশহর অতিক্রম কালে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের সমর্থকরা মাইকে উস্কানিমূলক স্লোগান দেয়। এর আগে তারা জিরো পয়েন্টে মঞ্চ তৈরি করে সদ্য কারামুক্ত বিএনপি নেতা আবুল হাসান বাহাদুর সাইফুর রহমান রতন ও বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিককে সংবর্ধনা দেয়।

এক পর্যায়ে তাদের সভা শেষে আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহর অতিক্রমকালে বহরের শেষে থাকা কয়েকটি মোটরসাইকেলে ফটিক সমর্থকরা হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী আঘাত প্রাপ্ত হয়।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন এ হামলায় জেলা বিএনপির কয়েকজন নেতার মদদ রয়েছে বলে অভিযোগ করে বলেন, ‘তাদের প্রশ্রয়েই বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে।’

পরে আব্দুল আউয়াল মিন্টু তুলাতুলিতে পথসভায় বক্তব্য রাখেন। এখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দাগনভূঞায় কী হয়েছে, এটা আপনারা দেখেছেন। দাগনভূঞায় কোন গুন্ডা বদমাইশের জায়গা আগেও হয়নি এখনো হবে না।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী এলাকা ফেনীর দাগনভূঞার বিভিন্ন স্থানে পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।

পথসভায় তিনি বলেন, ‘আমি এই প্রথমবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। এর আগে কখনও দলের জন্য, কখনও আমার বাবা ও ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছিলাম। তখনও আপনারা আমাকে খালি হাতে ফেরান নি। এবারও আশা করি আমাকে আপনারা সমর্থন দিবেন।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করব।’

সিলোনিয়া বাজারের পথসভায় তিনি আরো বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও গণতান্ত্রিক সরকার গঠন হবে। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল প্রমুখ।

বেকের বাজারের পথসভায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, জেলা যুবদলের সদস্য সচিব নইমুল্লা চৌধুরী বরাত, বিএনপি নেতা বদরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দলীয় নেতা কর্মীরা বিরাট গাড়ি বহর নিয়ে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলগেট সংলগ্ন স্টারলাইন ফিলিং স্টেশনে বিপুলভাবে অভ্যর্থনা জানান। পরে তিনি বেকের বাজার ও তুলাতুলিতে পথসভায় বক্তব্য রাখেন।