ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন না করলে দেশে নতুন করে ফ্যাসিস্ট ফিরে আসবে। রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই আগামীতে একটি সুন্দর দেশ গড়তে একটি সুন্দর নির্বাচন দরকার। যে নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের বগুড়া জেলা আমির মাওলানা আ ন ম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। সভায় বক্তব্য দেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, জেলা সেক্রেটারি প্রভাষক অধ্যাপক শফিকুল ইসলাম, মীর মাহমুদুর রহমান চুন্নু, মুফতি এমদাদুল হক, জিল্লুর রহমান, রেজাউল করিম, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং খুনি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্য বক্তারা বলেন, এত রক্তের বিনিময়ে ৫ আগস্ট পরিবর্তনের পরেও যদি রাষ্ট্র সংস্কার করা না হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নির্বাচনের আগেই হতে হবে।