চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন

চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে এ কর্মী সম্মলন অনুষ্ঠিত হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
জামায়াতের কর্মী সম্মেলন
জামায়াতের কর্মী সম্মেলন |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে এ কর্মী সম্মলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ।

জামায়াত নেতা বাবুল আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস ও মাওলানা গিয়াস উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন রুহুল আমিন, মাওলানা মুখতার হুসাইন প্রমুখ।