টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন ওই এলাকার আনিসুর রহমানের ছোট মেয়ে। সে স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ দ্রুতগামী একটি পিকআপ সামনে থেকে চাপা দিলে আফরিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের বড় বোন আনিকা বলেন, ‘রাস্তার একদম সাইডে থাকলেও পিকআপটি সরাসরি আমার বোনকে ধাক্কা দেয়। পরে গাড়িটি সামান্য সামনে গিয়ে দাঁড়ালেও পরে আবারো চালু করে প্রায় ১০–১৫ হাত টেনে নিয়ে যায়।’
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলযোগে ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরের ঘোনারচালা বাজার থেকে পিকআপ ও চালককে আটক করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।