সিংড়ায় পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার

বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিলপাড়ের সাধারণ মানুষ।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার
শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে দেয়া হচ্ছে একটি করে শীতবস্ত্র। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে প্রকৃতি বাঁচাতে এ অভিনব কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

রোববার (২১ ডিসেম্বর) কাঁকডাকা ভোরে সিংড়ার চলনবিলের ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে এ ব্যতিক্রম কার্যক্রম ও বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রচারণা শুরু করেছেন সংগঠনটির সদস্যরা।

বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিলপাড়ের সাধারণ মানুষ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, শীতের আগমনে বাংলাদেশের বৃহৎ চলনবিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। আর এ বিলের পাখি রক্ষায় এক যুগেরও বেশি সময় ধরে তারা দূর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। প্রতি বছরের ন্যায় পাখি শিকারের তথ্য সরবরাহকারীদের উৎসাহিত করতে একটি করে শীতবস্ত্র দেয়া কার্যক্রম হাতে নিয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ইন্দ্রাসন বিলে পাখি শিকারের তথ্যদাতা আব্দুল করিম ও শাকিব শেখকে দু’টি শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে।

এছাড়াও বিলের পাখি রক্ষায় বিভিন্ন সময়ে ভুমিকা রাখায় আরো সাতজনকে দেয়া হয় একটি করে শীতবস্ত্র। পরে বিলতাজপুর, সাতপুকুরিয়া, ইন্দ্রাসন ও ডাহিয়া ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।

পরিবেশ কর্মী আব্দুল করিম জানান, বিলের পাখি রক্ষা প্রতিদিন তারা দুর্গম এলাকা ছুটে যাচ্ছেন। পাখি শিকারিদের সচেতন করছেন। তারপরও যারা এ কাজ করছেন, তাদেরকে প্রশাসনের মাধ্যমের সাজা প্রদানের ব্যবস্থা করছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতে আগত পাখির উপস্থিতি নিরাপদ নিশ্চিত করতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তাছাড়া পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় বিল পাড়ের মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান শিমুল, পরিবেশ কর্মী ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, হাসান আলী লেবু, আব্দুল করিম প্রমুখ।