কক্সবাজার কোর্ট হাজতে ডাকাত শাহীনকে ফোন সুবিধা, ৫ পুলিশ ক্লোজড

ক্লোজড হওয়াদের মধ্যে দু’জন টিএসআই, তিনজন কনস্টেবল। তারা হলেন টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
পাঁচ পুলিশকে ক্লোজড
পাঁচ পুলিশকে ক্লোজড |সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ত্রাস খ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে কক্সবাজার আদালতের হাজতে মুঠোফোন সুবিধা দেয়ার ঘটনায় দু’ টিএসআই’সহ পাঁচ পুলিশকে দায়িত্বে অবহেলার দায়ে পুলিশ লাইনস এ সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া কোর্ট হাজতে আসামিদের সাথে সাক্ষাৎতের বিষয়ে আরো সর্তক হওয়ার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্লোজড হওয়াদের মধ্যে দু’জন টিএসআই, তিনজন কনস্টেবল। তারা হলেন টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।

এর আগে, এই ঘটনা নিয়ে শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

গত বুধবার (৯ জুন) আদালতে হাজিরা দিতে কোর্ট পুলিশের হেফাজতে হাজতখানা থেকে বের করে আনা হয় শাহীনকে। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইল ফোন নজরে আসে কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে গঠিত হয় তদন্ত কমিটি।

জানা গেছে, গত ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয় শাহীন ডাকাতকে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক মো: গোলাম জিলানী পাঁচ পুলিশকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।