২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন- কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: রেজাউল করিম ভূঁইয়া, লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল-আমিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ।
প্রশিক্ষণে জানানো হয়- নভেম্বরের ১৫ তারিখ থেকে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে বোরো বীজ লাগাতে হবে। ৫টি পাতাযুক্ত চারা পরিপক্ব চারা। এছাড়া শৈত্য প্রবাহ হলে বীজতলা জমিতে দেড় থেকে দুই ইঞ্চি পানি রাখতে হবে। অতিরিক্ত শৈত্যপ্রবাহ হলে পুরনো পানি বের করে নতুন পানি বা টিউবওয়েল পানি দিতে হবে। এদিকে সকালে সুতা দিয়ে কুয়াশা ঝরিয়ে দিতে হবে। কয়েকদিন সূর্য না উঠলে দিনের বেলায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে।
এছাড়া জৈব সার উৎপাদন প্রণালি, কোকো ডাস্ট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন, ভাসমান বেডে সবজি চাষ, সরিষা ও মাসকলাই চাষের কলা কৌশল, রিলে পদ্ধতিতে সবজি ও মশলা চাষ, ছাদ বাগান স্থাপন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য সবজি উৎপাদনের কলা কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আজিজুর রহমান বলেন, ‘আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। এ প্রকল্পের মাধ্যমে যারা প্রদর্শনীপ্রাপ্ত হয়েছেন, আপনারা বিষমুক্ত খাদ্য সবজি উৎপাদন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করি।’



