মাগুরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়কের পারলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
মাগুরা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরের দিকে মাগুরা-নড়াইল মহাসড়কের পারলা এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের বাসা শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় বলে জানা গেছে।
তিনি আরো জানান, এ সময় তার সাথে থাকা মোটরসাইকেলআরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।



