মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

মাসুম বিল্লাহ, মাগুরা
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

মাগুরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাগুরা-নড়াইল মহাসড়কের পারলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরের দিকে মাগুরা-নড়াইল মহাসড়কের পারলা এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের বাসা শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় বলে জানা গেছে।

তিনি আরো জানান, এ সময় তার সাথে থাকা মোটরসাইকেলআরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।