গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহাদতবরণকারী সকল দেশপ্রেমিকের আত্মার মাগফেরাত কামনা এবং পঙ্গু ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির গাংনী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন- জাসাসের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলেরী আলভীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন।
এসময় জুলাই-আগস্টের নিহতদের স্মরণে আলোকচিত্রী উপস্থাপন করা হয়।