সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচন করার ঘোষণা কৃষক দল নেতা শরিফের

শনিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল থেকে উঠে আসা কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এ এলাকারই সন্তান। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের সন্তানদের জন্ম এ ফতুল্লা এলাকায়। ফতুল্লার মাটি ও মানুষের সাথে মিশে আছে আমাদের জীবন। এ এলাকা আমাদের খুবই আপন, বিএনপি করার কারণে সেই ১৯৮৮ সাল থেকে এ এলাকার সকল গ্রাম ও গঞ্জে আমি বিচরণ করেছি। এ এলাকার বিএনপি নেতা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই আমরা একই পরিবারের লোক। তাই নতুন করে চিন্তা আমাদের করতে হচ্ছে, আগামী দিনে আমরা ফতুল্লার সংসদ সদস্য ফতুল্লার সন্তানকে নির্বাচিত করব। কারণ আমরা দেখেছি অতীতে নারায়ণগঞ্জ-৪ আসনে অন্য এলাকার অথবা অন্য জেলার নেতাকে এমপি নির্বাচিত করে ফতুল্লাবাসী সবসময় অবহেলিত। ফতুল্লার উন্নয়নের জন্য ফতুল্লার সন্তান এমপি নির্বাচিত হলে অবহেলিত ফতুল্লায় অধিক উন্নয়ন হবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, এবার সুযোগ এসেছে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার। অতএব ফতুল্লার সন্তান হিসেবে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিত করতে ইচ্ছা প্রকাশ করছি। আমি মেড ইন ফতুল্লা এবং মেড বাই জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা যায়, শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৯৮৮ সালে কুতুবপুর ইউনিয়নে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে ১৯৯০-এর গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরে ১৯৯৪ সালে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক এবং একই সালে সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪ সালের মার্চ মাসে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হন। এদিকে ২০২১ সালের অক্টোবরে ২য় বারের মতো নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।