সিরাজদিখানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সিরাজদিখানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
সিরাজদিখানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি কার্যালয়ে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী সহ উপজেলা বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কান্না জারিত কণ্ঠে উপস্থিত সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।