ডাসারে কৃষক লীগ নেতা গ্রেফতার

উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
গ্রেফতার কৃষক লীগ নেতা
গ্রেফতার কৃষক লীগ নেতা |নয়া দিগন্ত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সামাদ বেপারী (৫২) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামাদ উপজেলার পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক বেপারীর ছেলে এবং তিনি কৃষক লীগের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন যাবত ওই ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কৃষক লীগ নেতা সামাদ বেপারীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।