সুনামগঞ্জ জেলা কৃষকদের আহ্বায়ক সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অনিয়ম করলে সহ্য করা হবে না, চাঁদাবাজদের সবাই মিলে প্রতিহত করবো।’
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদের সহ-সাধারণ সম্পাদক তিনি কথা গুলো বলেন।
ইউনিয়নের বাগলী বাজারের মেইন রোডে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সেচ্ছাসেবক আহ্বায়ক শাহীন আলম সভাপতিত্ব করেন।
এসময় আনিসুল হক আরো বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের নায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সুনামগঞ্জ ১আসন বিএনপির মনোনীত প্রতিনিধি সহ নির্বাচনে ভোটে তারেক রহমান প্রধান মন্ত্রী নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবসাসহ সকল দিকের উন্নয়ন হবে।’
তিনি বলেন, ‘বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দিতে হবে জনগণের প্রিয়জন হয়ে, জনগণের কাছে যাবেন, কাউকে কষ্ট দিবেন না, কাছে টেনে নিবেন তা তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের কাজ করবেন। সেখানে সকল শ্রেণির মানুষের কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম-আহ্বায়ক রাকাব উদ্দিন, সদস্য আবুল হুদা, এমদাদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাহিদ আলম, সাধারণ সম্পাদক সামাদ মুন্সি প্রমুখ।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, সেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।