লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

অস্ত্রগুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্বার
কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্বার |নয়া দিগন্ত

নোয়াখালী সীমান্তবর্তী আলায়ারপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দেশীয় তৈরি একনলা ৫টি রাইফেল ও একটি এলজি রয়েছে। উদ্ধার অস্ত্রগুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে সকালে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফি উল্যার কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ‘সম্প্রতি চন্দ্রগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় ওয়ার্কশপটির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করা হয়। এছাড়া ওই ওয়ার্কশপে তৈরিকৃত কিছু অস্ত্র একটি কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি পরিত্যক্ত প্যাকেট থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরো জানান, অস্ত্র উদ্ধারের সময় বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই এলাকায় আরো অস্ত্র রয়েছে কি না সেই বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ওয়ার্কশপটির মালিক নুরউদ্দিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার সাথে যারা রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’