চন্দনাইশে অস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রামের চন্দনাইশে মাহবুব আলম (৪২) নামে এক ব্যক্তিকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
অস্ত্রসহ গ্রেফতার মাহবুব আলম
অস্ত্রসহ গ্রেফতার মাহবুব আলম |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে মাহবুব আলম (৪২) নামে এক ব্যক্তিকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার হাসিমপুর সৈয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুব একই এলাকার মরহুম আব্দুল মোনাফের ছেলে বলে জানা গেছে।

চন্দনের থানার পুলিশ পরিদর্শক গোলাম সরোয়ার নয়া দিগন্তকে জানান, অস্ত্র নিয়ে এক ব্যক্তি ঘোরাফেরার খবর পাওয়ার পরই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।