বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনীর সোনাগাজী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এ জাতি। ‘বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
বেগম খালেদা জিয়া শুধমাত্র ফেনীর মেয়ে ছিলেন না। তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী এবং পাঁচবারের এমপি ছিলেন। তিনি দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের আপনজন ছিলেন।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ও সহসভাপতি সাইফুল আলম হিরন এবং সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন সহ সকল সদস্য বৃন্দ।
তারা বলেন, ‘মহান রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।



