চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) উপজেলার বটতলি মটর স্টেশনের ব্যাংক এশিয়ার সামনে বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সমস্যা শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামের প্রাণের দাবি। এটি আদায়ে দেশে-বিদেশে যেখানেই যা করতে হয় আমরা করব। বাংলাদেশে এমন অনেক রাস্তা আছে যেখানে দৈনিক দশটা গাড়িও চলে না। কিন্তু সেই রাস্তা গুলো ছয় লাইনে উন্মিত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কক্সবাজার পর্যন্ত সবকিছু বেদখলে, এমনকি কক্সবাজারের চৌরাস্তা থেকে রামু এবং নাফ নদী যাওয়ার যে রাস্তা পুরোটাই মানুষের দখলে চলে গিয়েছে। আমাদের এমনভাবে আটকে রাখা হয় যে আমরা পার্লামেন্টে গিয়েও দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে কোনো কথা বলতে পারি না। গত তিনবারের পার্লামেন্টে এক ঘণ্টার জন্যেও জনগণের জন্য কোনো কথা বলা হয়নি।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ অ ন ম নোমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, লোহাগাড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমির সহ অন্য দ্বায়িত্বশীলরা।



