সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার হাফেজ শফিকের মৃত্যু

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী হাফেজ শফিক উদ্দিন সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার হাফেজ শফিক উদ্দিনের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার হাফেজ শফিক উদ্দিনের মৃত্যু |নয়া দিগন্ত

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী হাফেজ শফিক উদ্দিন সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। হঠাৎ করে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হাফেজ শফিক উদ্দিন একজন ধর্মভীরু, পরোপকারী ব্যক্তি ছিলেন। কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ সৌদি প্রবাসী হাফেজ শফিক উদ্দিনের মৃতুর সত্যতা নিশ্চিত করেছেন।