সিরাজগঞ্জের তাড়াশে গৃহকর্তা দুলাল হোসেনকে (৫০) কুপিয়ে জখম করে গরু লুটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৪টার দিকে ওই ইউনিয়নের বৃপাচান গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার ভোরে মুমূর্ষু অবস্থায় দুলাল হোসেনকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলাল ওই ইউনিয়নের বৃপাচান গ্রামের মরহুম ফরজ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৪টার দিকে দুলাল হোসেনের বাড়িতে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত বাড়ির গেট ভেঙে হানা দিলে দুলাল ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এ সময় ডাকাতদলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতরভাবে জখম হন তিনি। পরে লোকজন এগিয়ে আসলে ডাকাতরা শাহিওয়াল জাতের গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। মুমূর্ষু অবস্থায় দুলালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুলালের ভাতিজা রিপন জানান, তার চাচার মাথা ও কানে ৩৩টি সেলাই দেয়া হয়েছে। চিকিৎসা চলছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, এখনো কেউ অভিযোগ করেননি। আপনার মাধ্যমে জানতে পারলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।



