ফেনীতে ৭ দফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন

বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতা এবং অ্যাম্বুলেন্স ভাড়ার শর্ত সম্পূর্ণ বেআইনি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে সাত দফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন
ফেনীতে সাত দফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের মানববন্ধন |নয়া দিগন্ত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৩ সালের বিআরটিএ প্রণীত খসড়া নীতিমালা সংশোধন ও অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশনের দাবিসহ সাত দফা দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ফেনী জেলা শাখার সভাপতি শেখ ফরিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: নুর নবী, প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মনজুর মোরশেদ লিটন, ক্রীড়া সম্পাদক মো: বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন উপজেলা থেকে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও শ্রমিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘বিআরটিএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতা এবং অ্যাম্বুলেন্স ভাড়ার শর্ত সম্পূর্ণ বেআইনি। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা চাই, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।’