ঝিনাইদহে সাপের ছোবলে রাবেয়া খাতুন (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুর ১২টার পরে সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাবেয়া খাতুন পাকা গ্রামের আব্দুল্লাহ হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এরআগে মঙ্গলবার (১০ জুন) রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরে সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারো ওঝার কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, ‘সকালে অসুস্থ কিশোরীকে আমাদের না জানিয়ে পরিবারের লোকজন হাসপাতাল থেকে ওঝার কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবার হাসপাতালে ফেরত আনলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।’