নেত্রকোনা সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯সহ ২১ জনকে পুশইন বিএসএফের

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আড়াপাড়া এলাকা দিয়ে বিওপির ১১৪৮/৪এস পিলার থেকে অন্তত ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের পুশইন করার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
পুশইন করা ব্যক্তিরা
পুশইন করা ব্যক্তিরা |নয়া দিগন্ত

নেত্রকোনার সুসং দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দু’জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আড়াপাড়া এলাকা দিয়ে বিওপির ১১৪৮/৪এস পিলার থেকে অন্তত ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের পুশইন করার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।

পুশইন করা ব্যক্তিদের বাড়ি চট্টগ্রাম, ঢাকা, পটুয়াখালী, রাজবাড়ি, জামালপুর, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

পুশইনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

তিনি জানান, ‘হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে সীমান্তে টহলরত একটি টিম বৃহস্পতিবার ভোরে বিজয়পুর আড়াপাড়া এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা ২১ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে দিল্লীতে পাড়ি জমান। তাদের ভারতীয় বাহিনী বিভিন্ন এলাকা থেকে আটক করে বুধবার (৯ জুলাই) নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে আসাম হয়ে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার সীমান্তের অভ্যন্তরে ঢুকে পুশইন করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।’

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বৃহস্পতিবার বিকেলে নয়া দিগন্তকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককারীদের নেত্রকোনার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।