ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদের ঝড়

সোমবার (৭ এপ্রিল) বিকেলে দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। |নয়া দিগন্ত

ফিলিস্তিনি শিশুসহ মুসলিম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মতো ফুঁসে উঠেছে দিনাজপুরও। ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সকল শ্রেণি-পেশার মানুষসহ শিশুরাও নেমে আসে রাস্তায়।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে তারা স্থানীয় বাহাদুর বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুল আলম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলনা মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন সম্মুখ সড়কে আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার শিশু শিক্ষার্থীরা বইপত্র ও লেখাপড়া বন্ধ করে দিয়ে শিশুসহ মুসলিমদের রক্ষার দাবিতে মানববন্ধন করে।

মাদরাসার সামনের রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ থেকে জাতিসঙ্ঘের কাছে আবেদন জানায় ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ করা হোক।

এ সময় বক্তব্য রাখেন আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক কামরুল হাসান রাসেল, প্রিন্সিপাল সাদাকাত আলী খান, অ্যাডমিন ইনচার্জ মুহাম্মদ কামারুজ্জামান, সমন্বয়ক মাহফুজুর রহমান, ভাইস প্রিন্সিপাল শামীম হোসেন, ২য় শ্রেশির শিক্ষার্থী শোয়েব আল রিদান, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাজাত ও মাহমুদুল হাসান।

সমাবেশ শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাদরাসার আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।

এছাড়া সকালে তৌহিদী জনতার ও বৈষম্যবিরোধী ছাত্ররা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।