কুয়াকাটায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ফলে রাস্তাঘাট থাকছে শিশিরে ভেজা। এদিকে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
ঘন কুয়াশায় জমেছে শিশিরের ফোটা
ঘন কুয়াশায় জমেছে শিশিরের ফোটা |নয়া দিগন্ত

কুয়াকাটায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে দুপুর পর্যন্ত চারপাশ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীতে এমন বিপর্যস্ত অবস্থা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ফলে রাস্তাঘাট থাকছে শিশিরে ভেজা। আলোর স্বল্পতায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন; দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। এতে করে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে মহাসড়ক ও উপকূলীয় সড়কগুলোতে চলাচলে চরম সতর্কতা অবলম্বন করছেন চালকরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে সূর্য দেখা না যাওয়ায় ঘন ও হিম বাতাসে শীতের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে।

অন্যদিকে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমিক, কৃষক, রিকশা, ভ্যান ও বাসসহ বিভিন্ন যানবাহনের চালকরা। জীবিকার তাগিদে তাদের অনেকেই কনকনে শীতের মধ্যে কাজে বের হচ্ছেন। তবে অধিক শীতের কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না তারা। শীত নিবারণের জন্য কেউ কেউ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে।

এদিকে দীর্ঘস্থায়ী কুয়াশা ও তীব্র শীতে দুশ্চিন্তায় পড়েছেন শীতকালীন সবজি চাষিরা। পর্যাপ্ত রোদ না পাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলাকায় আরো কয়েক দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় যানবাহন চালক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Topics