ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় ভাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিশ্বরোড গোলচত্বর সেতুর নীচে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লার নেতৃত্বে ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ভাঙার সাথে মিলিত প্রপার ইউনিয়ন আলগি এবং হামিরদী নামে দু’টি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে কেটে নেয়ায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায় ফিরিয়ে আনার দানি জানান।
বিক্ষোভকারীরা বলেন, আমরা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সাথে যুক্ত হতে চাই না।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা। সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওহিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সম্পাদক আবু সাঈদ মুন্সী, আলমগীর কবিরাজ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, তথ্য সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, বিএনপি নেতা হাদিউজ্জামান, কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান পান্নাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।