ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দু’জন নিহত হয়েছেন। এদিকে দুর্ঘটনায় নিহতদের লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, নাসিরনগর হয়ে হবিগঞ্জগামী একটি ট্রাক বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই অটোরিকশারচালক ও এক যাত্রী নিহত হন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।



