বগুড়ায় বৃত্তির টাকার প্রলোভন দিয়ে ২৭ লক্ষাধিক টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেফতার

তিনি আরো জানান, গ্রেফতার রাজু মুন্সি এই প্রতারণা চক্রের মূল হোতা। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura

প্রযুক্তিনির্ভর প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে ২৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে রাজু মুন্সি (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১১ অক্টোবর) রাতে ডিবি বগুড়ার একটি দল ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রতারণা কাজে ব্যবহৃত একটি সিম উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের মুখপাত্র আতোয়ার রহমান জানান, গত ২৭ জুলাই প্রতারক চক্রটি ভুক্তভোগীর জামাতাকে ফোন করে মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেন। তারা মেধাবৃত্তির টাকা দেয়ার কথা বলে কৌশলে ব্যাংক হিসাব নম্বর ও মোবাইলে আসা পিন নম্বর সংগ্রহ করে। এরপর বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ ‘সেবা ইনটেক’র মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখা, বগুড়ার ওই হিসাব থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা উত্তোলন করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, গ্রেফতার রাজু মুন্সি এই প্রতারণা চক্রের মূল হোতা। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।