ফেনী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
জেলা সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জেড আই কামাল।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম শিমুল ও মোশারফ হোসেন মজুমদার পিন্টু, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময়ই প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রইলো। এছাড়া ফেনী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক ভূমি। এখানকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অতীতে ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তা ভুলার নয়। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে এ জেলায় দলকে আরো সুসংগঠিত করতে হবে।’