অসুস্থ মাকে হাসপাতালে দেখতে এসেছিল ছেলে। এসে শুনলেন মা চায়না খাতুন মারা গেছেন। মায়ের মৃত্যুর খবর শুনে আট মিনিটের ব্যবধানে হাসপাতালেই স্ট্রোকে মারা যান ছেলে সাইফুল ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয় তাদের।
নিহত চায়না খাতুন (৬০) চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী এবং সাইফুল ইসলাম (৩৫) তার ছোট ছেলে।
স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকেলে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতলে। সেখানে এক পর্যায়ে মৃত্যু হয় তার। হাসপাতালে এসে মায়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করেন তার ছেলে সাইফুল। মৃত্যু হয় তারও।
পরে তাদের দুজনের লাশ নেয়া হয় বাগানপাড়ার নিজ বাড়িতে। সেখানে স্থানীয় লোকজন ও স্বজনদের শোকার্ত পরিবেশে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইসরাত জেরিন জেসিকা বলেন, ‘মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। আট মিনিটের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়।’