বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
পটুয়াখালীতে মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ
পটুয়াখালীতে মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ |নয়া দিগন্ত

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বাউফল শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘ফারুক মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানব না’, ‘শহীদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিল করতে হবে’ ইত্যাদি স্লোগানে বাউফলের রাজপথ প্রকম্পিত হয়।

পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরো অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।