‘প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার’

প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
সিলেটে প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান
সিলেটে প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান |ইউএনবি

প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। তাই সরকার প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।

শনিবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল নাসের খান বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্ববান জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তাসহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেয়া হয়। গত ২০ দিনে ৫৮২টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০৩ জনকে সম্মাননা প্রদান করেছে।

যেসব বিভাগে সম্মাননা দেয়া হয়, সেগুলোর মধ্যে রয়েছে সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব বিভাগে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেয়ায় জমা দেয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক এসব আবেদন করেছিলেন। প্রত্যেক বিভাগে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেয়া হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম। বিশ্বের ১১টি দেশ থেকে আগত প্রবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শনিবার সকাল ১০টায় নগরীর ক্বিন ব্রিজ থেকে র‍্যালিটি শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। র‍্যালিতে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

র‍্যালি শেষে বেলা ১১টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান তাদের অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরো জোরদার করবে।

এছাড়া, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস