কুষ্টিয়ায় জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া

কুষ্টিয়ার ছয় উপজেলা দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, সদর, খোকসা ও কুমারখালী উপজেলায় কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ায় জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া
কুষ্টিয়ায় জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া |নয়া দিগন্ত

জামায়াত আমির ডা: শফিকুর রহমানের সুস্থতা কামনায় শুক্রবার (১ আগস্ট) কুষ্টিয়ার ৬ উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, কুষ্টিয়ার ছয় উপজেলা দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, সদর, খোকসা ও কুমারখালী উপজেলায় কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা শাখার সবস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা কুষ্টিয়া শহর জামায়াতের অফিসে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।

বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতের এমপি মনোনীত মুফতি আমীর হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম মমিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ জামায়াতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, কুষ্টিয়ার মিরপুর উপজেলা জামায়াতের আয়োজনে মিরপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের মিরপুর উপজেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর। উপস্থিত ছিলেন জামায়াতের নেতা অধ্যাপক জোমারাত আলী, অধ্যাপক নুরুল আমিন জসীম।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আমির মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সাবেক আমির ও কুষ্টিয়া জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য কাজী হামিদুর ইসলাম।