নেত্রকোনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
প্রতীকী ছবি

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে, কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে চাঁদ (৭) ও শিবপুর গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে মামাতো-খালাতো ভাই-বোন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ওই দুই শিশু পুকুরপাড়ে খেলার সময় ব্যাঙ ধরতে গিয়ে আকস্মিকভাবে পানিতে পড়ে যায়। এসময় সাথে থাকা অন্য এক শিশু তা দেখে বাড়িতে গিয়ে খবর দিলে লোকজন তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মো: মিজানুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘পুকুরপাড়ে খেলার সময় ব্যাঙ ধরতে গিয়ে পানিতে পড়ে দুই শিশু মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বাজনদের কাছে হস্তান্তর করা হবে।’