ভাঙ্গায় অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেয়া হবে না : ইউএনও

রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মো: মিজানুর রহমান এ কথা জানান।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় আজকের পর থেকে আর কাউকে অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। সন্ধ্যার পর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জানা যায়, রোববার থেকে ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন দিন সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়। এতে ওই পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ও খুলনা-ঢাকা রেলপথে চলাচলরত হাজারো যাত্রী অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেন ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, ‘ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে ফরিদপুর-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারির পর জটিলতা নিয়ে এলাকাবাসীর আন্দোলনের শুরু থেকেই তাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল। আন্দোলন দমনে কোনো প্রকার বলপ্রয়োগ করা হয়নি। আমরা তাদের বুঝিয়েছি। কিন্তু গত কয়েকদিন যেভাবে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হচ্ছে তা চলতে পারে না। অনেক মানুষের ভোগান্তি হচ্ছে। পাশাপাশি মানুষের স্বাভাবিক কাজকর্ম বিঘ্ন ঘটছে। এ অবস্থা চলতে পারে না। অবরোধ তুলে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আসন পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝিও হয়েছে। অনেকে মনে করছেন যে, তাদের এরপর নাগরিক সুযোগ-সুবিধা লাভের যে কাজ রয়েছে তার জন্য টাকা-পয়সা খরচ করে উপজেলায় যেতে হবে। এটি মোটেও ঠিক নয়। আসন পুনর্বিন্যাস হলেও তারা ভাঙ্গা উপজেলার সাথেই থাকবেন। তাদের সাধারণ কাজকর্ম জন্য তারা এ ভাঙ্গা উপজেলাতে এসেই সম্পন্ন করতে পারবেন। তিনি এ অযৌক্তিক আন্দোলন থেকে দূরে থাকতে সবার প্রতি অনুরোধ জানান এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।’