চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আর বিভক্ত থাকা যাবে না। ঐক্যবদ্ধভাবেই বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচনে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আনোয়ারা–কর্ণফুলী এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সরওয়ার জামাল নিজাম বলেন, ‘অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তাই এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ শুরু করতে হবে। অতীতের মতোই আপনাদের ঐক্য ও পরিশ্রমে ধানের শীষ আবারো বিজয়ী হবে।’
এ সময় পছন্দের প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানাতে ও বরণ করতে স্থানীয় নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় জমান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাহওয়াজ জামাল নিজাম (সনি), দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফোরকান, আখতারুন্নবী চৌধুরী, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, নুর আলী, ইউনুস চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, মো: লোকমান, শাহারিয়ারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



