নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক (১২) ও আরিয়ান (১০) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টার কোনো এক সময়ে উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকার বিসিসি ইট ভাটার পুকুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে বন্দর থানা সূত্র জানায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খলিল মিয়ার দুই ছেলে আশিক ও আরিয়ান নারায়নগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় তাদের ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় সকলের অগোচরে আশিক ও রায়হান বাড়ি পাশে বিসিসি ইট ভাটার পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ‘এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’



