কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী অভিযানে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (৯ মে) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ও মামলা রয়েছে। তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- তিলাই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম (৪৫)। তিনি ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের সদস্য। অন্যজন হলেন- বলদিয়া ইউনিয়ন যুবলীগ উপ-কমিটির সভাপতি ইব্রাহিম (৪০)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আগের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।